ফেরদৌস-জয়ার এই দুই অভিনয়শিল্পীকে নিয়ে বিশেষ পরিবেশনা দেখা যাবে এবারের বিটিভির শো ঈদ ‘আনন্দ মেলা’য়। একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গেরিলায় পর্দা ভাগাভাগি করতে দেখা গেছে তাঁদের। কিন্তু একই মঞ্চে এর আগে দেখা যায়নি ফেরদৌস-জয়ার কোনো পরিবেশনা।
তাঁদের পরিবেশনাটি নিয়ে ফেরদৌস বলেন, ‘আমাদের দুজনের অভিনীত চলচ্চিত্র থেকে নির্বাচিত তিনটি গান নিয়ে একটি মেলডি করা হয়েছে। এই মেলডির ওপর কোরিওগ্রাফি। মিউজিক ভিডিওর আদলে এটি তৈরি করা হয়েছে।’ তিনি জানান, পুরো মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন কৌশিক হোসেন তাপস। “বললেন জয়া ‘এই অনুষ্ঠানের যিনি উপস্থাপক, তাঁর অনুরোধেই কাজটি করেছি। আর ফেরদৌসের সঙ্গে কাজ করার মজাই আলাদা। কাজে সহযোগিতার ব্যাপারে ফেরদৌস ভীষণ আন্তরিক ।“
গত রোববার বিটিভির থিয়েটার অডিটোরিয়ামে ফেরদৌস ও জয়ার নাচের পরিবেশনার শুটিং হয়।
সাংবাদিক আবেদ খান অনেক বছর আগে একবার আনন্দ মেলা উপস্থাপনা করেছিলেন। অনেক বছর এবারের আনন্দ মেলা উপস্থাপনা করছেন আবেদ খান। আনন্দ মেলা প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। এটি প্রচারিত হবে ঈদের রাতে।